জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের পার্টিতে গুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) আমেরিকার হলিউডে স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সুপার বোল নামের কনসার্টে পারফর্ম করতে যান জাস্টিন বিবার। সেখানে কনসার্ট শেষে আফটার পার্টি চলছিল লস অ্যাঞ্জেলসের ‘দ্য নাইস গাই’ রেস্তরাঁয়। রেস্তরাঁর ঠিক বাইরে গোলাগুলির শুরু হয়।
জানা যায়, বিবারের পার্টি থেকে বেরিয়ে যাওয়ার পথে দু’দলের মধ্যে ঝগড়া হয়। এরপরই গোলাগুলির ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গুলির শব্দে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দিকবিদিক শূন্য হয়ে চারদিকে ছুটতে থাকেন।
এই ঘটনার দায়িত্বে থাকা অফিসার লিজেথ লোমেলি জানান, এলোপাতারি গুলি চলার ফলে চারজন জখম হয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব়্যাপার কোডাক ব্ল্যাকের পায়েও গুলি লেগেছে। বাকি আহতদের সঙ্গে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলেই জানা যায়।
জাস্টিন ও কোডাক ছাড়াও এই পার্টিতে ছিলেন হেইলি ব্যাল্ডউইন, টবি ম্যাগুয়ার, কোলে কার্দাশিয়ানের মতো তারকারা।